লোহাগাড়ায় জন্মাষ্টামী উদযাপন পরিষদের শোভাযাত্রা

54

শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে মহাশোভাযাত্রা, ধর্মসম্মেলন ও গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি শিক্ষক সুমন মজুমদার হিরো এর সভাপতিত্বে যুগ্মসম্পাদক প্রেমানন্দ দাশ ও অর্থসম্পাদক খোকন সুশীলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি মাস্টার সুনীল কুমার চৌধুরী। আশীর্বাদক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লায়ন তপন দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা সভাপতি বাবুল ঘোষ বাবুন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ঝুন্টু চৌধুরী। এতে অন্যদের মধ্য বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা টিটু দাশ, হরি শংকর গুপ্ত,তরুন দাশ নেহেরু, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, সহ-সাধারণ সম্পাদক রুপক মহাজন, বাগীশিক লোহাগাড়া সংসদের সভাপতি সুলাল ধর, জন্মাষ্টমী পরিষদের সহ-সভাপতি রাজু ধর রাজ ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি দাশ প্রমূখ। এতে উপজেলার ৯ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ প্রায় ৫ হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।