লেখক পরিচিতি

126

লাভলী তালুকদার
জন্ম : ৩০ জুন
জন্মস্থান : ভরদখালী, গাইবান্ধা, বাংলাদেশ
মাতা : রওশন আরা খানম
পিতা : ইছকাক উদ্দিন তালুকদার
শিক্ষাজীবন : কালিহাতী গার্লস স্কুল, কালিহাতী কলেজ, টাংগাইল সাদত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সন্মানসহ এমএ এবং ঢাকা সিটি ল কলেজ থেকে এলএল বি ।
পেশা : শিক্ষকতা
উল্লেখযোগ্য গ্রন্থ :
উপন্যাস-
১. তদবিরেতকদির: প্রকাশ কাল-২০০৮ (একুশে বইমেলা)
এটা প্রথম প্রকাশিত উপন্যাস। একটি সামাজিক উপন্যাস। যার মধ্যে সমাজে পীরালী ব্যবসা, অর্থ লালসা এবং চরিত্র গণছবিও ফুটে উঠেছে ।
২. শতকবির প্রেমকাব্য : সম্পাদিত গ্রন্থ : প্রকাশকাল-২০১০ (একুশে বইমেলা)
রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হেলাল হাফিজ শতাধিক জনপ্রিয় কবির প্রেমোচ্চারণ: এখানে যা ‘প্রেমকাব্য’ অভিধায় চিহ্নিত হয়েছে। এই আয়োজনের নাম তাই ‘শতকবির প্রেমকাব্য’।
৩. নাঙ্গা হুযুরের পাথর স্বর্গ : প্রকাশকাল: ২০১১ (্একুশে বইমেলা)
যুগ-যুগান্তর ধরে সেই কাহিনি-কেন্দ্রের নায়ক ‘খল’ হিসেবে চিহ্নিত হয় না শিষ্যদের কাছে, আজো নয়, তিনি নাঙ্গা হুজুর। নাঙা তলোয়ারের মতো খাপ খোলা তার চিন্তা ও চেতনা কিন্তু তাই ধু¤্রজালের সৃষ্টি করে উত্তরসূরিদের মাঝে।
৪. খোয়াবের দেশে: উপন্যাস : প্রকাশকাল-২০১২ ( একুশে বইমেলা)
বাংলাদেশের দরিদ্র্য নারীরা ছোট্ট এক টুকরো স্বপ্ন দেখে। বিদেশে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে এই সব স্বপ্নভুকনারী, ভালোবাসা হাত চানি দিয়ে ডাকে, স্বপ্নঢাকা পড়ে প্রান্তরের কুয়াশায়, আর দীর্ঘশ্বাস উথাল পাথাল করে বুকের ভেতর, স্বদেশের জন্য। ‘খোয়াবের দেশে’ উপন্যাসটি এইসব স্বপ্ন স্মৃতি নিঃস্ব মানুষীদের নিয়ে গড়ে ওঠা এক অনুপম কাহিনি।
৫. কালপুত্র: উপন্যাস : প্রকাশকাল-২০১২ ( একুশে বইমেলা)
৭১ এর রক্তবীজে জন্ম নেয়া অনেক যুদ্ধ শিশু এবং তার মায়ের বোবাকান্না এখনো বাতাসে ভেসে বেড়ায়। এক যুদ্ধ শিশুর বেড়ে ওঠা সমাজের টুকরো টুকরো ঘটনা পলে পলে তুলে এনেছে এই গ্রন্থে।
৬. আমার দ্বাদশ প্রেম : উপন্যাস : প্রকাশকাল-২০১৩ ( একুশে বইমেলা)
‘আমার দ্বাদশ প্রেম’ মূলতঃ ছেলেবেলার কিশোর মনের প্রেমিককে নিয়ে লেখা। প্রতিদিন কোনো এক কিশোরী গ্রামের স্কুলে যাবার সময় তাকে দেখতে আসা এক কিশোরের নানামুখী আবেগাপূর্ণ মনের ছবি এখানে তুলে ধরা হয়েছে।
৭. রক্ত টিপ: উপন্যাস : প্রকাশকাল-২০১৮ (একুশে বইমেলা)
‘রক্তটিপ’ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম লগ্নের অনেক মর্মন্তদ ঘটনার মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রন্থটি হয়েছে। যে মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল- তারই একটা ঘটনাকে ঘিরে নির্মিত হয়েছে উপন্যাসটি।
ইংরেজী কাব্য গ্রন্থ : ‘অ ইখও ঝঝঋটখ গঊগঙজণ’.
শিশুতোষ গল্প:
১. পেতœীরাজ্য আলোক রাজা: শিশুতোষ রূপকথা দিয়ে সাজানো। এর মধ্যে ৯ টি গল্প আছে।
২. রূপকথা ও রাক্ষসী: ছোট বেলায় দাদা-দাদীর কাছে যে গল্পগুলো শুনেছি সেই গুলো নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এর মধ্যে ৭ টি গল্প আছে।
৩. রিংটোন পরী : হাসির-ঠাট্টা ও কল্পকাহিনি নিয়ে সাজানো হয়েছে এই শিশুতোষ গল্পের বইটি। এখানে ৬ টি গল্প আছে।
পুরস্কার:
১. তদবিরে তকদির গ্রন্থটির জন্য একাধিক পুরষ্কার ও সন্মননা স্মারক পেয়েছেন ।
“আজকের অনুভব” বাংলা মাসিক পত্রিকা দেগঙ্গা, উত্তর চব্বিশপরগণা, পশ্চিমবঙ্গ, ভারত ২০০৮
“আলো আভাস” সাহিত্য পত্রিকা । উত্তর চব্বিশপরগণা, পশ্চিমবঙ্গ, ভারত, ২০০৮।
কবি কণ্ঠের প্রীতি উপহার। দেগঙ্গা উত্তর চব্বিশপরগণা ভারত। ২০০৮ অতন্দ্র পদক টালিগঞ্জ অতন্দ্র সাংস্কৃতিক সংসদ, কলকাতা। ২০০৮। ছায়ানীড় সাহিত্য সংগঠন, টাংগাইল।
তদবিরে তকদির নিয়ে লিখেছেন ড. আশরাফ সিদ্দীকি, ম্ােকারম হোসেন।
২. নাঙ্গা হুযুরের পাথর স্বর্গ উপন্যাসের জন্য পেয়েছেন-
কাফলাইনটার কন্টিনেন্টাল এ্যাওয়ার্ড , ইন্টার কন্টিনেন্টাল এ্যাসোসিয়েশন, সাহিত্য ও সংস্কৃতিক সংস্থা, ভারত ২০১২। সন্মননাপদক । ইন্টান্যাশনাল রাইটার ফেসটিভ্যাল, ২০১২, ওরিশ্যা , বোভেনশ্বর, ওরিশা, ভারত।
তার’নাঙা হুযুরের পাথর স্বর্গ’ উপন্যাসটি বেশ আরোচিত সমালোচিত হয়েছে। ডেইলি স্টার, কালের খেয়া আরো ম্যাগাজিন পত্রিকায় আলোচনা হয়েছে। এই উপন্যাস নিয়ে লিখেছেন কবি বেলাল চৌধুরী, কথা সাহিত্যিক মাসুদ আহমেদ।
৩. ছোটগল্প “নীলপদ্ম” আলীশ্বর নাভায়ী ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তৃতীয় স্থান অধিকার করেছে, তার জন্য পেয়েছেন ‘ইস্টার্ন ওয়ার্ল্ড লিটারি এ্যাওয়ার্ড’ এবং ৩০০ ডলার, উজবেকিস্থান যাওয়ার ইনভাইট। উজবেকিস্থান স্ট্রিট, কারসি সিটি, উজবেকিস্থান। এবং গল্পটি উজবেক ভাষায় অনুবাদ করে ‘ইর্স্টানওয়ার্ল্ড’ পত্রিকায় উজবেক এবং ইংরেজি ভাষায় প্রকাশ করেছে। গল্পটির থিম ছিল সমকামী। এটা লেখকের বড় অর্জন।
৪. জীবনানন্দ পুরস্কার-২০১৮। আয়োজক- বঙ্গবন্ধু সাহিত্য সংসদ এবং বিশ^বঙ্গ সাহিত্য সংসদ ।
৫. সৈয়দ আহসান আলী স্মৃতি পুরস্কার-২০১৮।