লালখান বাজারে সংঘর্ষের ঘটনায় ২৭ জন কারাগারে

32

নগরীর লালখান বাজারে আওয়ামী লীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৭ জনের সবাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারী হিসেবে পরিচিত। তারা গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে মহানগর হাকিম আবু সালেম মো. নোমান জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিএমপি’র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, মামলার এজাহারভুক্ত ২৭ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আত্মসমর্পণ করা ২৭ আসামি হলেন, আরিফুল হানিফ, তৈয়ব, কাদের, ডিস সালাহউদ্দিন, তাহের, শামীম, সবুজ মিয়াজী, শাহীন, সুমন, শাহজাহান, আমজাদ হোসেন, আলী, শওকত হোসেন, মহিন, মোক্তার হোসেন, কাউছার, মো. হোসেন সেলিম, শরিফ, মাসুদ রানা, ইব্রাহিম, দ্বীন ইসলাম, তাজউদ্দিন, মো. শরিফ, সুরুজ, মঙ্গল, আলমগীর ও শওকত।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ও পরদিন শনিবার বিকেলে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের অনুসারীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার বিকেলে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশকে চার রাউন্ড গুলি ছুড়তে হয়। এ সময় একজন গুলিবিদ্ধসহ ৪ জন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে খুলশী থানায় দু’টি মামলা দায়ের করে। এছাড়া, সংঘর্ষের সময় দিদারুল আলম মাসুমের অফিস ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়।
পুলিশের দায়ের করা মামলায় ইতোমধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।