লামায় নেতৃত্ব সাংগঠনিক ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

45

বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) টেকসই উন্নয়ন নিশ্চিত করণ প্রকল্পের উদ্যোগে বান্দরবানের লামা উপজেলায় নেতৃত্ব, সাংগঠনিক ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান। এ সময় গ্রাউসের টেকসই উন্নয়ন নিশ্চিত করণ প্রকল্পের আলীকদম উপজেলার মনিটরিং ও রিপোর্টিং অফিসার মোরশেদ আলম, কমিউনিটি মোবিলাইজার ক্যম্রা অং মার্মা ও মো. মারুফ জোয়ারদার, রিপায়ার এক্সপার্ট অধিপ ত্রিপুরা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার ২১টি পাড়া উন্নয়ন কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিপি) অর্থায়নে গ্রাউস প্রকল্পটির যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান মনিটরিং ও রিপোর্টিং অফিসার মোরশেদ আলম। তিনি বলেন বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হয়।