রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

74

শিক্ষার কোন বিকল্প নাই, শিক্ষা মান্নোয়ন উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। সামনে আরো সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির জন্য কাজ করতে পারে। দেশ গড়ার কারিগর হয়ে একজন দেশের সম্পদ হিসেবে গড়তে পারে, আগামি দিনের ভবিষ্যৎ শিশুরা। কর্মরত কোন শিক্ষক নিজ দায়িত্ব বিচ্যুত হলে তাকে ছাড় দেয়া হবে। যে শিক্ষক কাজে অবহেলা করবে তার বিরুদ্ধে কঠোর ভাবে পদক্ষেপ নেয়া হবে। রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃক শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন পার্বত্য জেলা পরিষদেও চেয়ারম্যান ক্যশৈহ্লা। গত রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি অংশৈচিং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচহ্লা মারমা। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, সকল শিশুদের শিক্ষার পাশাপাশি বিনোদনের ও প্রয়োজনীয়তা আছে। শুধু শিক্ষা অর্জন করলে হবে না।শিশুদের মনের আনন্দের পাশাপাশি জ্ঞানার্জনে সহজ লব্য। সকল শিশুর ও শিক্ষার্থীদের মান্নোয়নে শিক্ষা যাতে পায়। সে দিকে লক্ষ রেখে পাঠদানের পরামর্শ দেন। অনুষ্ঠানশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।