রোটারি ক্লাব অব চিটাগাং সিটি’র ব্যতিক্রমী উদ্যোগ

75

সম্প্রতি রোটারী ক্লাব অব চিটাগাং সিটি’র উদ্যোগে এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল সুদূর সীতাকুন্ডের এক অজপাড়া গাঁ শেখ নগরে। যেখানে হাতে কলমে ৪০ জন ডেইরী ও পোল্ট্রি খামারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট পশু চিকিৎসক এলবিয়িন ল্যাবরেটরীতে কর্মরত ডা. মাফিজুল ইসলাম ও ডা. মোবারক হোসেন।পরে খামারীদের বিভিন্ন বাস্তবমুখী প্রশ্নের উত্তর দেন তারা। উল্লেখ্য যে এই প্রশিক্ষণ কর্মশালায় সহায়তা প্রদান করেন এলাকার যুব সংগঠ্ন শেখ নগর যুব সমাজ উন্নয়ন সংস্থা। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট রো. এডভোকেট জহির উদ্দিন মাহমুদ। উদবোধন করেন লে. গভর্নর রোঃ মাহফুজুল হক। তিনি প্রশিক্ষন প্রার্থীদের স্বাগত জানিয়ে বলেন যে রোটারী ক্লাব অব চিটাগাং সিটি’র এই ব্যতিক্রমী ঊদ্যোগের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সাথে সাথে প্রশিক্ষণে আসা খামারীরা যেন বাস্তব জীবনে খামার করে দেশকে মাংস ও দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করে নিজেকেও সমাজের একজন অংশীদার করতে পারেন সে ব্যাপারে জোর তাগিদ দেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট এড. উত্তম কুমার দত্ত। তিনি তাঁর বক্তব্যে খামারীদের সাধুবাদ জানিয়ে বলেন যে রোটারী ক্লাব অব চিটাগাং সিটি ভবিষ্যতে ও এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখবে। আরো বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে রো. কামরুল মোর্শেদ তমাল, রো. রেজাউর রহমান পারভেজ ও রো. রকিউদ্দিন রিপন, ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট রো. মোহাম্মদ শাহজাহান, বুলেটিন এডিটর রো. শরীফুর রহমান ও রো. কামরুন নাহার এবং রোটারী ক্লাব অব চিটাগাং ও চিটাগাং হিলটাউন এর প্রেসিডেন্ট যথাক্রমে রো. মোহাম্মদ মুসলিম ও দেবদুলাল ভৌমিক। প্রশিক্ষণ গ্রহণকারী খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা মেম্বারসহ প্রমুখ এবং যুবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সংস্থার প্রেসিডেন্ট মো. ইমরান।পরে অংশগ্রহণকারী খামারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন ক্লাবের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি