রিপ্রেজেন্টেটিভসের ভোটে ‘ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত’

18

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়ে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এতে কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালাতে পারবেন না ট্রাম্প। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ‘ইরান ওয়ার পাওয়ার্স রেজ্যুলেশন’ বিষয়ে ভোটাভুটি হয়েছে। ২২৪ ভোট পেয়ে অনুমোদন পেয়েছি সেটি। বিপরীতে পড়েছে ১৯৪ ভোট।
এ রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ম্যাট গেটজ, ফ্লোরিডার ফ্রান্সিস রুনি ও কেন্টাকির থমাস ম্যাসি। তবে হাউস রিপাবলিকান লিডার কেভিন ম্যাকার্থি বলেছেন ‘এ ভোট অর্থহীন’। অনুমোদনের জন্য এটি এখন সিনেটে পাঠানো হবে। হাউসের অনুমোদন পেলেও এ রেজ্যুলেশন অনেকটাই প্রতীকী। অন্য সব বিলের মতো প্রেসিডেন্টের সইয়ের জন্য পাঠানো হবে না এটি। তবে ডেমোক্র্যাটদের দাবি ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’ বা যুদ্ধ ক্ষমতা আইনের বিষয়টি আলাদা। তাই এ রেজ্যুলেশনের আইনী ক্ষমতা রয়েছে। তবে যুদ্ধ ক্ষমতা আইন সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি প্রতিরোধ করে না। এ আইন অনুযায়ী, যুদ্ধের ক্ষেত্রে সামরিক বাহিনী ব্যবহারের বিষয়ে প্রেসিডেন্ট ও কংগ্রেস উভয়ের অনুমোদন লাগবে। সেই সঙ্গে অভিযানের বিস্তারিত জানাতে হবে কংগ্রেসকে।