রাহাতিয়া দরবারে মিলাদ মাহফিল

34

আঞ্জুমান-এ এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় রাহাতিয়া নঈমীয়া নকশবন্দীয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আগামী ৭,৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। কর্মসূচীর প্রথম দিন গত ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্প, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় দরবার মাঠে অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪টা থেকে মিলাদ মাহফিল একই মাঠে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শনিবার গত ৯ নভেম্বর সকাল ৮টার দিকে বিশাল জসনে জুলুস দরবার প্রাঙ্গন থেকে শুরু হবে। জুলুসে ছদারত করবেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী (মা)। দরবার প্রাঙ্গন থেকে জুলুসটি শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে পোমরা নঈমীয়া তৈয়বিয়া ফাযিল মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিলের মাধ্যমে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিন বাদে মাগরীব থেকে রাত ব্যাপী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনদিব্যাপি মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন শাহাজাদায়ে ঈমামে শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আমিনুল আল কাদেরী, ড. আল্লামা সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, পীরে ত্বরীক্বত আল্লামা আবুল কাশেম নূরী, আবুল হাসান মোহাম্মদ ওমাইর রিজভী, ইউসুফ আল কাদেরী, ড. আবদুল মাবুদ, আহমদ উল্লাহ ফোরখান খাঁন কাদেরী, ড. হাছান আল আহাজারি, নূর মোহাম্মদ আল কাদেরী সহ বিশিষ্ট উলামাবৃন্দ। তিনদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল ও জুলুসে উপস্থিত হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ সুন্নী জনতার প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের মহাসচীব মাওলানা মুহাম্মাদ নিজাম উদ্দিন নঈমী।