রানওয়ে থেকে ছিটকে গেল লায়ন এয়ারের উড়োজাহাজ

40

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের একটি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেছে লায়ন এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। শনিবার প্রবল বৃষ্টির মধ্যে বোয়িং ৭৩৭-৮০০এনজি উড়োজাহাজটি সুপাডিও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় রানওয়ে থেকে ছিটকে যায় বলে জানিয়েছে এয়ারলাইনটি, খবর বার্তা সংস্থা রয়টার্সের। এক বিবৃতিতে লায়ন এয়ারের মুখপাত্র ড্যানাং মানডালা প্রিহানটোরো জানিয়েছেন, জাকার্তা থেকে পন্তিয়ানাকগামী উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ও সাত ক্রু সদস্য ছিলেন, কিন্তু কেউ আহত হননি।
দুর্ঘটনার পর বিমানবন্দরের রানওয়েটি বন্ধ হয়ে যায় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। প্রিহানটোরো জানিয়েছেন, উড়োজাহাজটি থেকে আরোহীদের নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে লায়ন এয়ার। অক্টোবরে এই এয়ারলাইনারটি একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড়োজাহাজ ১৮৯ জন আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত হয়। এটি ২০১৮ সালের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।