রাজস্থলীতে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান

4

রাজস্থলী প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে রাজস্থলী উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২য় ডোজের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কর্মসূচি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। গত রবিবার-সোমবার (১৩- ১৪ ফেব্রæয়ারি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করেন শিক্ষার্থীরা। এদিন রাজস্থলীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় দিনে ১৯০৫ জন শিক্ষার্থী ফাইজারের টিকার ২য় ডোজ গ্রহণ করেছেন। টিকা নিতে আসা তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির প্রতিবন্ধী ছাত্রী রেখা রানী তংচঙ্গ্যা বলেন, প্রথম ডোজের টিকা নিতে অনেক কষ্ট হয়েছে। আজ ২য় ডোজ রাজস্থলী হাসপাতালে প্রদান করায় আমরা খুব খুশি। অনেকটা ভোগান্তি থেকে রক্ষা পেয়েছি। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, গত রবিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম ২য় ডোজ সম্পন্ন হয়েছে । তিনি আরো জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতম ও দ্বিতীয় দিনে ১৯০৫ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে।