রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

164

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদের হলরুমে শনিবার (১১ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সভায় বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা ও নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘গত ৫ বছরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ খুব ভালভাবে পরিষদ পরিচালনা করেছেন। আশা করি নবনির্বাচিতরাও তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবেন।’ সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, বিদায়ী ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, রেহেনা আখতার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী, রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা প্রমুখ।

সমাজসেবক কনকন ভট্টাচার্য্যরে শোকসভা

হাটহাজারী এনায়েতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কনকন ভট্টাচার্য্যরে শোকসভা গত ১১ মে তার বাড়িতে আচার্য সমিতি চট্টগ্রাম’র সভাপতি সুবল আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তব্য রাখেন আচার্য্য সমিতি চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ ননী গোপাল আচার্য, ড. শ্রীরাম আচার্য, বিজয় শর্মা, প্রবীর আচার্য, আর কে মুহুরী, কাঞ্চন আচার্য, পন্ডিত সুজন আচার্য, মিন্টু শর্মা, পি এম কাছারী, চন্দ্ররাজ আচার্য প্রমুখ। বক্তারা তার জীবনের ওপর বিষাদ আলোচনা করেন। বিজ্ঞপ্ত

কুসুমপুরা ইসলামিয়া
মাদ্রাসায় দুর্যোগ
মোকাবিলা দিবস
উপলক্ষে সভা

জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা এবং ঢাকার বনানীসহ সারাদেশে অগ্নিকাÐ ও সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত গত ৩১ মার্চ মাদ্রাসা ময়দানে হাফেজ মাওলানা মুহাম্মাদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে লিখিত প্র্রবন্ধ উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মাদ রিদুওয়ান আরাফাত। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মাদ আব্দুল হাকিম, মুহাম্মদ হায়দার আলী প্রমুখ। ঢাকার বনানীসহ সারাদেশে মর্মান্তিক অগ্নিকান্ড ও সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য এ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক। বিজ্ঞপ্তি