রাঙ্গুনিয়ায় শিব চতুদর্শীরত উপলক্ষে ধর্মসভা

46

রাঙ্গুনিয়ায় শিব চতুদর্শীরত উপলক্ষে দুই দিনব্যাপী মেলা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, মহতী ধর্মসভা ও অষ্টম প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন উপজেলায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের ১ম অধিবেশনে ভক্তিমূলক ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দ্বিতীয় অধিবেশনে ধর্মীয় মহাসম্মেলনের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনলের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ ও সভাপতি স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি শান্তনু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার নির্মল কান্তি দাশ। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্টগ্রাম পুÐরীকধাম ও বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী।
বিধান কান্তি দেওয়ানজির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিভূতি ভূষণ সেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার সেন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউপি সদস্য আবদুল ছালাম তালুকদার, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক দিলীপ দাশ, সাবেক সাধারণ সম্পাদক নির্বাণীতোষ সাহা ভাস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু সেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, সহ-সভাপতি ডা. নিপন কান্তি পাল, দক্ষিণ রাজানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. দীপক শীল, আবুল হোসেন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার মো. মুছা, মহোৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি উজ্জ্বল রঞ্জন দাশ প্রমুখ।