রাঙ্গুনিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধে হামলায় আহত ২

21

রাঙ্গুনিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়েছেন দুই নারী। গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা দামারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার মধ্যম সরফভাটা এলাকার শামসুল আলমের স্ত্রী ছেনোয়ারা বেগম (৫৬) এবং তার ছোট ভাই মাহবুবুল আলমের স্ত্রী জেসমিন আক্তার (২৭)। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন আহত নারীদের দেবর নুরুল আলম। সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মৌজার ৪২.৫০ শতক জায়গা নিয়ে এ এলাকার মৃত রমজান আলীর পুত্র মো. মফিজুল ইসলাম (৪৫) এর সাথে পৈত্রিক জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। জায়গাটি বাদী নরুল আলম তফশীলোক্ত জায়গা হিসেবে ভোগ দখলে থাকলেও তা বিভিন্ন সময় জোর পূর্বক দখলের চেষ্ঠা চালায় প্রতিপক্ষরা। এ নিয়ে আদলতে বিবাধীদের বিরুদ্ধে করা একটি মামলা বিচারাধীন রয়েছে। আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন তা না মেনে গত ৭ তারিখ এ জায়গাটি দখলে নিতে চাষাবাদ করতে যায়। খবর পেয়ে বাদী নুরুল আলম তার বড় ভাইয়ের দুই স্ত্রী সহ ঘটনাস্থলে গিয়ে তাদের দখল কাজে বাঁধা প্রদান করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে এই দুই নারী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল হোসেন জুয়েল জানান, ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।