রাঙ্গুনিয়ায় কোদালা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

166

রাঙ্গুনিয়ায় জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কাদালা ইউনিয়নের কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করেছে স্কুল পরিচালনা কমিটি। গতকাল মঙ্গলবার আয়োজিত উৎসবে পাঠিসাপটা পিঠা, ভাপা পিঠা, মুগ পাক্কন, কাটা পিঠা, সেমাই পিঠা, মুক পিঠা, কলই পিঠা, ঝিনুক পিঠা, সাজ পিঠা, বিবি খানা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, নারকেল ফুল পিঠা, ঝাল পিঠাসহ প্রায় ৬০ ধরনের পিঠার স্বাদ নিয়েছেন উৎসবে আগত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে শীতকালীন এই উৎসবের আয়োজন করেছে বলে জানান স্কুল পরিচালনা কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার। অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়–য়া। আয়োজনে অংশ নিয়েছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউছার নূর লিটন, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আকাশ আহমদ, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম মাস্টার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, হালিম তালুকদার।