রাঙ্গুনিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

102

রাঙ্গুনিয়ায় সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের উদ্যোগে এক হাজার দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৭ মে উপজেলা সদরের মুক্তমঞ্চে আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ খালেদ মাহমুদ ফিতা কেটে ইফতারসামগ্রী বিতরণ উদ্বোধন করেন। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, পৌরসভার মেয়র মো. শাহাজান সিকদার, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, পৌর কাউন্সিলর মো. সেলিম, মাওলানা মো. হাসান, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মিরসরাইয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সৃজন সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ১৭ মে সংগঠনের সভাপতি আসিফুল ইসলামের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সার্বিক তত্ব্াবধানে সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়। এসময় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজন সংঘের উপদেষ্টা এম আনোয়ার হোসেন, জিয়া উদ্দিন, শান্তিনীড়ের সদস্য আকতার হোসেন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ইমন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃজন সংঘের সহ-সভাপতি আব্দুল নাঈম, সহ-সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জাহেদ বিল্লাহ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, সদস্য মামুন হোসেন, অপূর্ব বণিক, মোবারক হোসেন, আবু নোমান, আল শাহরিয়া প্রমুখ।