রাঙামাটি পৌরসভা কর্মচারীদের দুই দিনব্যাপী কর্মসূচি পালিত

37

রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতার দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছেন, রাঙামাটি পৌরসভার কর্মচারীরা। গত সোমবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। গত সোমবার কর্মসূচি চলাকালে এসব তথ্য জানিয়েছেন রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি একেএম বশির হোসেন ও সাধারণ সম্পাদক সনদ কান্তি বড়–য়া। এ সময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ, ফিরাজ আল মাহমুদ সোহেলসহ এ পৌর কর্মচারীদের সংসদের অন্যরা কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশে ওই এক দফা দাবি আদায়ে এসব কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি পালনকালে সব ধরনের দাফতরিক সেবাসহ সড়ক বাতি, কঞ্জারভেন্সী সেবা প্রদানে বিরত থাকবেন পৌর কর্মচারী সবাই।