রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

81

রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসন। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের নেতৃত্বে বাজার মনিটরিং একটি প্রতিনিধি দল বাজার মনিটরিং করতে মাঠে নেমেছেন। জেলা প্রশাসক বাজার মনিটরিং দলের প্রতিনিধিদের সাথে নিয়ে শহরের বিভিন্ন বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন। জেলা প্রশাসক প্রথমে বনরুপা চৌমহনী কাচাবাজার, মুর্দি দোকান, ফলের দোকান, মাছ বাজার, গরুর মাংস, বয়লার মুরগি, দেশীয় মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ে দোকানদারদের সাথে কথা বলেন। পবিত্র মাহে রমজানে সব কিছুর বাজার মূল্য ক্রেতাদের নাগালে মধ্যে রেখে বাজার সহনশীল রাখার আহবান জানান। কেউ লোভে পড়ে রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে যে ভাবে বাজার দর বেঁধে দেওয়া হয়েছে সে ভাবে ক্রেতাদের কাছে বিক্রির জন্য দোকানদারদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, প্রতি দিন বাজার মনিটরিং করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বাজার তদারকি করবেন। কেউ অনিয়ম করলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ, বৃহত্তর বনরুপা ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তাপস দাশ, রিজার্ভ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি হাজি আনোয়ার হোসেন বানু কমিশনারসহ ব্যবসায়ি নেতৃবৃন্দ।