রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

136

সাংবাদিকরা সমাজের অসংগতি দুর করে, সুন্দর সমাজ প্রতিষ্টায় অগ্রণী ভূমিকার রাখে। যার কারনে রাউজানেও এর ব্যতিক্রম ঘটেনি। এতে ইতোমধ্য রাউজানে জঙ্গীবাদ, ভন্ডের বিরুদ্ধে যে চলমান আন্দোলন সংগ্রাম ও এবিএম ফজলে করিম চৌধুরীর উন্নয়নে সাংবাদিকরা যে ভূমিকা রেখে চলেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকলে রাউজান হবে দেশের মধ্য অন্যতম মডেল উপজেলা। গতকাল শনিবার রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পষিদের প্যানেল চেয়ারম্যান আলহাজ কাজী মোহাম্মদ আবদুল ওয়াব। প্রধান আলোচক ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান। উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সাংবাদিক সাজ্জাদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহেসান মুরাদ, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা, উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক আলহাজ আহাসন হাবিব চৌধুরী, মু্িক্তযোদ্ধা মুহাম্মাদ ইসমাইল, মুক্তিযোদ্ধা সাধন পালিত, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন চিসতী, মো.সাহেদ। এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।