রাউজান কৈবল্য ফার্মেসিকে ওষুধ প্রশাসনের মডেল শপ ঘোষণা

76

রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটার ঐহিত্যবাহি কৈবল্য ফার্মসীকে মডেল শপ্ হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি থেকে উপজেলার মুন্সিরঘাটাস্থ কৈবল্য ফার্মেসীকে মডেল শপ্ হিসেবে এ ফার্মেসীর উদ্বোধন করেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। রাউাজন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর শীল সাগরের পরিচালনায় সাধারণ সম্পাদক প্রসুন দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন ওষুধ প্রশাসনের তত্ত¡াবধায়ক মো. কামরুল আলম, মনোজ চৌধুরী কাঞ্চন, বিকাশ দাশ, মো. মোস্তাক, রিটন দাশ, অমর মহাজন, মো. শফিক, হরিধন শীল মন্টু। এ সময় প্রধান অতিথি মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, ওষুধ ব্যবসা শুধু ব্যবসা হিসেবে মনে করলে হবে না। এ ব্যবসা একটি উন্নতমানের সেবাও। তাই খুব কম মানুষের ভাগ্য জুটে ব্যবসার পাশাপাশি মানুষের সেবা করা। তাই এ উপজেলায় কৈব্য ফার্মেসীর মত আরো ফার্মেসী গড়ে প্রয়োজন বলে আমি করি। এতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ওষুধ কিনে আর ঠকবে না বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।