রাউজান আমিরহাটে ১০ দিনব্যাপি যিকিরে মোস্তাফা মাহফিল

75

রাউজানের আমিরহাটে ১০ দিনব্যাপি যিকিরে মোস্তাফা (দ.) মাহফিলের নবম দিবস গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাউজান গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কাজী সাঈদুল আলম খাকী (মা.জি.আ)। সাংবাদিক এম বেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় ও মাহফিলের নিয়মিত পরিচালক মুহাম্মদ সাজ্জাদের সঞ্চালনায় এতে নাতে রাসুল (দ.) পরিবেশন করেন ইমাম আজম (রা.) ইসলামী সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক শায়ের মাওলানা জয়নাল আবেদীন, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা হাছান রেজা, শায়ের মাওলানা মিনহাজ ভান্ডারী। তকরির করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও হযরত আয়েশা ছিদ্দিকা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা জালাল আহমেদ, ব্যবসায়ী এস এম কামাল উদ্দিন, মুহাম্মদ ফরিদ, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, মেম্বার শফি, নাজিম উদ্দিন ভান্ডারী, মুহাম্মদ বোরহান, মাওলানা মোজাম্মেল হোসাইন, আহবায়ক তাজ মুহাম্মদ রেজভী, সচিব মুহাম্মদ জাবেদ, মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ হাসান, এস এম কপিল উদ্দিন, মুহাম্মদ আলী, মুজিবুল বশর সাজ্জাদ, মোজাফ্ফর, মাওলানা নঈমুল হক, ব্যবসায়ী সুমন, মো. রহমত, মো. বেলাল, সোহেল ভান্ডারী, রবি, জিসান প্রমুখ। মিলাদ কিয়াম করেন শায়ের মাওলানা জয়নাল আবেদীন। আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাজী সাঈদুল আলম খাকী (মা.জি.আ)। আল্লামা সাইদুল আলম খাকী বলেছেন, অন্যায়কে পশ্রয় না দেয়া কারবালার শিক্ষা। তিনি আরো বলেন, কারবালার ঐতিহাসিক ঘটনা হিজরী সনের গুরুত্বকে আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এটি সর্বকালের সবচেয়ে মর্মান্তিক। প্রিয় নবীর (দ.) দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ন্যায় ও সত্যের পতাকা সমুন্নত রাখতে আপোষহীন ছিলেন। সেদিন তাঁদের আত্মত্যাগের কারণে ইসলামের মহিমা উজ্জ্বল হয়েছে, ইসলাম পেয়েছে নব চেতনা ও শিক্ষায় আমাদের উজ্জীবিত শক্তি।