রাউজানে পার্কিংয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ

143

রাউজান উপজেলার বাণিজ্যিক পাণকেন্দ্র পথেরহাটে রাতের আধারে পার্কিংয়ের জায়গাকে দখল করে মার্কেট নির্মান অবশেষে গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিল ইউএনও। জানা যায়, উপজেলার পথেরহাটে ভারতেশ্বরী পাল্লার পিছনে ২৯ অক্টোবর রাতের আধারে পথেরহাটে ভারতশ্বেরী প্লাজার পিছনে এ মার্কেটের বধিত করতে পার্কিং স্পেসের জায়গা দখলে নিয়ে মার্কেটের বর্ধিতাং কাজ শুরু করে মালিক কর্তৃপক্ষ। এতে ব্যবসায়িদের তোপের মূখে সাময়িক কাজ বন্ধ করে মালিক পক্ষ। পরে ৩০ অক্টোবর ব্যবসায়িরা চট্টগ্রাম কাপ্তাই সড়কে মানবব্ধন করেন। এর পর কাজ বন্ধে ইউএনও মো. জোনায়েদ কবির সোহাগকে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে ব্যবসায়িরা উল্লেখ করেন নোয়াপাড়া পথেরহাটে ব্যবসায়ীদের আপত্তি থাকা সত্তে¡ও রাতের আধাঁরে পার্কিংয়ের স্থান দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান, জসিম উদ্দিন মেম্বার, সোলেমান বাদশা, মুহাম্মদ আরিফ, মুসলিম উদ্দিন, মুহাম্মদ রাশেদ, মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ, রিকু বড়ুয়া, বাদশা, শেখ আহম্মদ, জুয়েল বড়ুয়া প্রমুখ। কাজ বন্ধের বিষয়ে ব্যবসায়িরা বলেন, নির্মিত পিলারগুলো অক্ষত থাকা অবস্থায় ও প্লাস্টিক মুড়িয়ে মাটি বরাট করায় আমরা শঙ্কিত। আবার কোন এক সময় বা রাতের আধারে পুনরায় মার্কেট নির্মানের কু মানসে মার্কেটের মালিক এ কাজ করছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বলেন, শতশত ব্যবসায়ি সড়কে নেমে পরলে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের জন্য মার্কেটের মালিককে ফোন করে বলি। এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, স্মারকলিপি পাওয়ার আমি তদন্ত করি। পরে আমি কাজ বন্ধ করে দিই।