রাউজানে আনজুমানে জলীলিয়া রহমানিয়ার মিলাদুন্নবী মাহফিল

11

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আনজুমানে জলীলিয়া রহমানিয়া বাংলাদেশ ও কাগতিয়া জলীলিয়া যুব সংঘের উদ্যেগে মিলাদ মাহফিল এবং ইসলামিক ফাউন্ডেশের আওতাধীন মসজিদ ভিত্তিক ফোরকানিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাহে রবিউল উপলক্ষে উপহারসামগ্রী প্রদান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়ায় গাজীয়ে দ্বীনে মিল্লাত হযরত আল্লামা শাহস‚ফি আবদুল জলীল শাহ (রহ.) নামে প্রতিষ্ঠিত জলীলিয়া রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে বাদে জোহর হতে শাহজাদা মাওলানা ছৈয়দ মোহাম্মদ সারোয়ার আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাদে জোহর প্রথমে অধিবেশনে ইসলামিক ফাউন্ডেশনের রাউজান উপজেলা শাখার আওতাধীন হযরত আবদুল জলীল শাহ ফোরকানিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে মাহে রবিউল আউয়াল উপলক্ষে উপহার-সামগ্রী প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলা শাখার প্রধান কর্মকর্তা মাওলানা খুরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ ও মাওলানা আবদুল করিম। দ্বিতীয় অধিবেশন প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি মুহাম্মদ জানে আলম নিজামী। বিশেষ আলোচক ছিলেন হাটহাজারীস্ত সুলতান আশরাফ শাহ ইসলামী কমপ্লেক্সের সহ-সুপার মাওলানা এ এফ এম বদরুল আলম, জলিলীয়া রহমারিয়া জামে মনজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ হেলালী প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) সকলের জন্য উত্তম আদর্শ। আগের মত বর্তমানে ও বিশ্বের সর্বত্র ধর্মীয়, রাস্টীয়, সামাজিক, পারিবারিক যথাযথ মর্যাদার সাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক উৎকর্ষতার মাধ্যমে সকলকে ধর্মীয় সঠিক জ্ঞানচর্চা ও ধর্মীয় সংস্কৃতি চর্চায় দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।