রাউজানের এগিয়ে যাওয়া সারাদেশে অনুকরণযোগ্য

37

রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়েছিলেন। আর এ সরকার শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। তবুও অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ছে। এসব উপলব্ধি করে স্কুল ফিডিং কার্যক্রমসহ সার্বিকভাবে রাউজানকে এবিএম ফজলে করিম চৌধুরী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা সারাদেশে অনুকরণযোগ্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ২২ হাজার ২শত ৬০টি টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব এ কথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল ফিডিংয়ের প্রধান পৃষ্টপোষক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও মো. জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আবদুল ওহাব, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য দিলুয়ারা ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ও জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি শ্যামল পালিত, কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, শাহাজান ইকবাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, ভূপেশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাহাবুদ্দিন আরিফ, কৃষি বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার প্রমুখ।
রাষ্ট্রপতির আগমনে গতকাল রাউজানজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মদুনাঘাট হতে পাহাড়তলী পর্যন্ত জনতার ঢল নামে। রাউজানের এ অনুষ্ঠান শেষে তিনি চুয়েটের সমাবর্তনে যোগদান করেন।