যুবককে পিটুনি দিল ছাত্রলীগ নেতা

47

সাতকানিয়ায় ২৬ পরিবারকে ত্রাণ বিতরণ করার দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা আবু জায়েদকে। কিন্তু তিনি ৪ থেকে ৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বাকি সব তুলে নেন নিজের ঘরে। এ অভিযোগ তোলায় রায়হান উদ্দিন বাবলু নামে এক যুবককে মারধর করে আবার সেটার ভিডিও করেছেন জায়েদ। শুধু তাই নয়, এই ভিডিও ফেসবুকে প্রচারও করা হয়। আবু জায়েদ দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক। গত ২৯ এপ্রিল এ ঘটনায় সাতকানিয়া থানায় রায়হান উদ্দিন বাবলু অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী রায়হান উদ্দিন বাবলু জানান, গত ২৭ এপ্রিল স্থানীয় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছদাহা ইউনিয়নের ৪০০ পরিবারের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হয়। এসব ত্রাণ বিতরণে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সভাপতি ও স্থানীয় যুবলীগ সভাপতিকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়। কিন্তু এ কমিটিতে দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আবু জায়েদকে না রাখায় তিনি কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে কমিটির পক্ষ থেকে আবু জায়েদকে তার ওয়ার্ডের ২৬টি পরিবারকে বিতরণের জন্য ত্রাণ দেওয়া হয়। কিন্তু জায়েদ ৪ থেকে ৫ পরিবারকে ত্রাণ বিতরণ করে বাকি ত্রাণ নিজের কাছে রেখে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীও তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে।