মোপলেস এর বর্ষবরণ

23

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে নববর্ষ বরণ উপলক্ষে ২ দিনের অনুষ্ঠান কদম মোবারক এম.ওয়াই. উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ৩ বৈশাখ বিকাল ৫টায় ‘সুখেন্দু-পুষ্পিতা’ স্মৃতি চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন ডা. আশীষ চৌধুরী ও শিল্পী রূপম মুৎসুদ্দী টিটু, তবলায় ছিলেন দেবেন্দ্র দাশ দেবু, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সজল দাশ, ৫ বৈশাখ সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ও সংগীত পরিচালক অচিন্ত্য কুমার দাশ এর পরিচালনায় ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটির মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে শিশু শিল্পীরা সংগীত পরিবেশ করেন। মো. ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এড. মনজুর মাহমুদ খান, উদ্বোধক ছিলেন সজল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বশর, অতিথি ছিলেন প্রাবন্ধিক মো. আবদুর রহিম, আলোচক ছিলেন চন্দন পালিত, গীতিকার মো. লিপটন, লায়ন সুজিত দাশ অপু, অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, সংগঠক সালাউদ্দিন লিটন, সংগঠক নুরুল হুদা চৌধুরী, সংগঠক স.ম. জিয়াউর রহমান, কামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন মোপলেস এর সভাপতি সজল দাশ, শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী নারায়ণ দাশ, শিল্পী রূপম মুৎসুদ্দী টিটু, ও সংস্কৃতিকর্মী দিলীপ সেনগুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি