মেসি-গ্রিজম্যান-সুয়ারেজ ত্রয়ীতে স্বপ্ন বার্সেলোনার

40

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ফরাসি ফরোয়ার্ড অ্যান্তোনি গ্রিজম্যান সহজেই মানিয়ে নিতে পারবেন বলে মনে করেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। সদ্য অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ গ্রিজম্যান বর্তমানে দলের সঙ্গে জাপানে আছেন। গত শনিবার ভিসেল কোবের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন বিশ্বকাপ জয়ী গ্রিজম্যান। কিছুদিন আগে শেষ হওয়া কোপা আমেরিকায় খেলার কারণে বাড়তি ছুটি পেয়েছিলেন মেসি ও সুয়ারেজ। জাপান সফর শেষে দলের সঙ্গে যোগ দেবেন বার্সেলোনার আক্রমণভাগের সেরা দুই তারকা। লা লিগায় মেসি, সুয়ারেজ ও গ্রিজম্যান তিনজনে মোট ৬৮২টি গোল করেছেন। ২০১৫ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা বার্সেলোনার যে শূন্যতা ছিল গ্রিজম্যান তা পূরণ করতে পারবেন বলে মনে করেন ভালভার্দে। প্রাক মৌসুমি প্রস্তুতি পর্বে জাপান সফরের শেষ ম্যাচে ২১ বছর বয়সী কার্লেস পেরেসের দ্বিতীয়ার্ধের দুই গোলে কোবেকে হারিয়েছে বার্সেলোনা। গ্রিজমানের বদলি হিসেবে মাঠে নামা তরুণ এই ফুটবলারেরও প্রশংসা করেছেন ভালভার্দে।