মুন্সেফ বাজারে অগ্নিকান্ডে ৯ দোকান সম্পূর্ণ ভষ্মীভূত

76

উপজেলার পৌরসভার মুন্সেফ বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৯টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এ সকল দোকান পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দোকানের মালিকগণ জানান। গত ১০ মার্চ দিবাগত গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী মুন্সেফ বাজারে একটি দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা নিমিষে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকান্ডে মুন্সেফ বাজারের ৯টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়। দোকানগুলো হল যথাক্রমে সজল দত্ত ও ছোটন মহাজনের কুলিং কর্ণার, আশিষের ফার্নিচার মার্ট, আবু তৈয়বের চায়ের দোকান ও স্টেশনারী, নারায়ণের হার্ডওয়ারের দোকান, সুমনের ফার্নিচার মার্ট, লিটনের সাইকেল পার্টসের দোকান, রঞ্জিত শীলের সেলুন, মো. সফির মুদির দোকান, আহমদ সফির কুলিং কর্ণার আগুন লেগে সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও পটিয়া ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের যৌথ উদ্যোগে দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানগুলোর নগদ টাকা, মালামাল, ফার্নিচারসহ ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়ে যায়। স্থানীয়ভাবে জানা যায়, মুন্সেফ বাজার সংলগ্ন চন্দনাইশ-পটিয়া সড়কের একটি ব্রীজ সংস্কারের কাজ অব্যাহত থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী অগ্নিকান্ডের স্থলে পৌঁছতে পারেনি। দমকল বাহিনীর লোকজন ফায়ার সার্ভিসের সরঞ্জামাদি বহন করে নিয়ে আগুন নির্বাপন কাজে কালক্ষেপন হওয়ায় এ ক্ষতি সাধন হয়েছে বলে জানান। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের লোকজন আগুনের সত্যতা নিশ্চিত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করলেও আগুনের সুত্রপাত সম্পর্কে তেমন কোন ব্যাখ্যা দিতে পারে নাই।