মুনিরীয়া যুবতবলীগ কমিটি থেকে আরো ৭ আলেমের পদত্যাগ

64

মুনিরীয়ার যুবতবলীগ কমিটির কর্মী সমর্থকরা কমিটি ত্যাগ করতে করতে এখন এ কমিটি এখন অনেকটা অস্থিত্ববিহীন হয়ে পড়েছে। গত রবিবারও সন্ত্রাসী অভিযোগ এনে এ কমিটি থেকে পদত্যাগ করেছেন ৭ আলেম শিক্ষক। জানা যায়, উপজেলার এক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাকে হামলার পর বিভিন্ন সময় এই কমিটির সদস্যদের হাতে বিভিন্ন আলেম ওলামণ, সাধারণ মানুষ সন্ত্রাসীসহ নানা অপকর্মের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠে রাউজানের জনপদ। যার কারণে মুনিরীয়ার এলাকা বিতারিত গুটি কয়েক সদস্য পলাতক অবস্থায় কিছু বিজ্ঞাপন দিয়ে বিবৃতি দিয়ে গেলেও এলাকায় তারা একেবারেই কর্মী সমর্থ বিহীন হয়ে পড়েছে। অন্যদিকে কথিত পীর মুনির উল্লাহও একাধিক মামলার আসামি হয়ে দীর্ঘ ৩ মাস পলাতক রয়েছেন বলে রাউজান থানা সূত্রে জানা যায়। এরই মধ্য গত রবিবার লিখিত অঙ্গীকারের মাধ্যমে কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন সাত আলেম শিক্ষক। এতে তারা উল্লেখ করেন সা¤প্রতিক সময়ে শান্তির রাউজানে মুনিরীয়া যুবতলীগ কমিটির সন্ত্রাসী ও জঙ্গি বিরুধী যে আন্দোলন চলছে, তার সাথে একাত্মতা প্রকাশ করে কমিটির সকল কর্মকাÐ সম্পর্ক ছিন্ন করছি। এতে পদত্যাগকারী সদস্যরা হচ্ছেন পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদরাসায় শিক্ষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা আবু মোহাম্মদ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা খায়দা আজম, আবদুল মালেক।