মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

58

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৩ ফেব্রুয়ারি নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘর এর নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নামকরণে সম্প্রতি মন্ত্রীপরিষদে গৃহীত সিদ্ধান্ত লবিলম্বে বাস্তবায়নের দাবিতে আগাশী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নির্বাচিত সাংসদ, প্রয়াত চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র সুযোগ্য পুত্র ও বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগদান করবেন। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘর এর নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি ‘মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ নামকরণের প্রস্তাব ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভায় অনুমোদন লাভ করেছে। এ ব্যাপারে গত ১০ ফেব্রুয়ারি ২০১৯ইং চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপিকে স্মারকলিপি প্রদান করার পরিপ্রেক্ষিতে দাবিটি জনগণের দাবিতে পরিণত হয়েছে। এজন্য চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, মুক্তিযোদ্ধা আয়ুব নাসের, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র নাথ, মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, মুক্তিযোদ্ধা খলিল উল্যাহ সর্দার, নুরুল হুদা, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা ডা. মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহামুদুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাসেম প্রমুখ। সভাশেষে মুক্তিযোদ্ধারা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। খবর বিজ্ঞপ্তির