মিরসরাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

66

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এবং স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের উদ্যোগে এবং ক্লিফটন গ্রুফের সৌজন্যে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। গত ৫ আগস্ট দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। বারইয়ারহাট পৌরসভায় সচেতনতামূলক র‌্যালি শেষে আল-হেরা স্কুলে সেমিনার অনুষ্ঠিত হয়। লায়ন মঈন উদ্দিনের পরিচালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি। এতে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন তাহের আহমদ, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেল এবং লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী। আলোচনা সভা শেষে একে একে জেবি উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন লিও প্রেসিডেন্ট লিও শওকত, লিও ট্রেজারার লিও আসিফুল ইসলাম, সাংবাদিক এম মাঈন উদ্দিন, শান্তিনীড় সদস্য ইসমাইল হোসেন খোকন, আরিফ, আজিম উদ্দিন, লিও রাহাত, লিও জিল্লুর, লিও আজিম, লিও আরিফ, লিও ইয়াছমিন, লিও মেহেদী, লিও কিশোর, লিও আকিব, লিও জাহিন প্রমুখ।