মানবতার সবজি বাজার

40

নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের প্রভৃতি সবজি থরে থরে সাজানো রয়েছে। কিন্তু কোন ক্রেতা বা বিক্রেতা নেই। যার যেটা প্রয়োজন তা সে নিজ হাতেই তুলে নিচ্ছে। দিতে হচ্ছে না কোনও মূল্য। মাঝখানে কয়েকজন স্বেচ্ছাসেবক শুধু তদারকি করছেন। গত ২৯ মে হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নে পশ্চিম মির্জাপুর মনারটিলাস্থ মাঠে ৭ম বারের মত এমন-ই এক ভিন্নধারার মানবিক উদ্যোগ নিয়েছেন উক্ত এলাকার তরুণ সমাজকর্মী ও গাউছিয়া ডেকোরের্টাস এর স্বত্ত্বাধিকারী মুহাম্মদ আব্দুল হাকিম। উদ্যোক্তা আব্দুল হাকিম বলেন, প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি সংগ্রহ করে তা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়ার জন্যই আমার এ উদ্যোগ। করোনার দুর্বিষহ পরিস্থিতি উন্নতি ও জীবনযাত্রার মান স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরণের ব্যতিক্রম মানবতার সবজি বাজার ব্যাহত থাকবে।