মাদ্রাসা শিক্ষার্থীদের দেশের উন্নয়নে ভ‚মিকা রাখতে হবে

5

জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ উপনেতা ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীরা মেধাবী, তাই তারা অতি সহজেই পবিত্র কোরআনের হাফেজ হতে পারে। সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাও আয়ত্ব করতে পারে। দেশ-জাতির সামগ্রিক উন্নয়নে তাদের ভ‚মিকা রাখতে হবে।
গত শুক্রবার হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ৬৮তম বার্ষিক সভা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বুলবুলে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা জাফর আহমদ সিদ্দিকী (রহ.)’র ৩০তম বেছাল শরীফ এবং শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী ও হাজী মোহাম্মদ সোলাইমান খানের ২১তম শাহাদাত বার্ষিক পালনসহ প্রতিষ্ঠানের সকল দাতা-প্রতিষ্ঠাতা-শুভাকাঙ্খীদের ইছালে ছাওয়াব উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী বার্ষিক সভা ও ফাতেহা শরীফের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, আগের তুলনায় দ্বীনি মাহ্ফিলগুলোর সংখ্যা বাড়লেও আমাদের নৈতিকতার মানোন্নয়ন হচ্ছে না। আমরা অতি লোভে বিভোর হয়ে পড়েছি। মাহে রমজানে রোজাদারদের সুবিধা নিশ্চিত করার জন্য সেখানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার প্রয়োজন, সেখানে আমরা অতি মুনাফা লাভের আসায় বাজারে সংকট সৃষ্টি করি।
অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে, মাওলানা আবু তাহের ফারুকী ও মোহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহ্ফিলে তকরীর পেশ করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া বহুমূখি কামিল মাদ্রাসার শাইখুত তাফসীর আল্লামা গাজী শফিউল আলম নেজামী, ভারত থেকে আগত আল্লামা ফরমান আলী রিজভী, আন্তর্জাতিক ইসলামী সরকার আল্লামা সাইফুল আজম বাবর। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ইউনুস গনি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ চৌধুরী, বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসেন, দরবারে কামালিয়ার নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মুহাম্মদ মাসুম কামাল, দুবাই ফিকরি মসজিদের সাবেক ইমাম আল্লামা হাফেজ মুহাম্মদ আমিন, হাটহাজারী উপজেলার একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ হোসাইন মুনিরী, মুহাম্মদ ফোরকান বাবু, মোহাম্মদ মনসুর আলম।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ ক্বারী মুহাম্মদ আবু তৈয়ব হামিদী, অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দীন তৈয়্যবী, মাওলানা আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, আল্লামা আবদুল গফুর তালুকদার, অধ্যক্ষ আল্লামা মুফতী হেলাল উদ্দিন আল কাদেরী,উপাধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা আইয়ুব বদরী, উপাধ্যক্ষ মাওলানা সেলিম খান ইলিয়াছী, উপাধ্যক্ষ মুহাম্মদ উল্লাহ সিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা মুহাম্মদ শরিফ, অধ্যক্ষ মাওলানা নরুল আমিন, মাওলানা ওবাইদুল হক বুড়িশ্চরী, মাওলানা সেলিম উল্লাহ, মাওলানা সৈয়দ হাফিজুর রহমান, মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী, হাফেজ মাওলানা আব্দুস সবুর প্রমুখ। সমাপনী পর্বে বিশেষ বুলেটিন ‘জিয়াউল উলুম’ এর মোড়ক উন্মোচন, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, মিলাদ-কিয়াম ও জিকিরান্তে আখেরি মোনাজাতের পর মুসল্লিদের মধ্যে তবারুক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি