মনের অর্থ দিয়ে মানসিক অসুস্থদের জন্য কাজ করতে হবে

138

সিডিডি ও সিবিএম এর সহযোগিতায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা বাস্তবায়িত প্রমোশন অফ হিউম্যান রাইটস্ অফ পারসন উইথ ডিজএ্যাবিলিটি ইন বাংলাদেশ (পিএইচআরপিবিডি) প্রকল্পের আওতায় মানসিক অসুস্থতা বিষয়ক কর্মশালা শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, পকেটের অর্থ নয়-মনের অর্থ দিয়ে মানসিক অসুস্থদের জন্য কাজ করতে হবে। জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন এর সভাপতিত্বে কর্মশালায় প্যানেল আলোচক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা কর্মকর্তা যোবায়ের আলম, চমেক প্রশাসনিক কর্মকর্তা প্রণব কুমার হাওলাদার, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক কাশেম শাহ্।
জেএসইউএস পরিচালক সাঈদুল আরেফীন এর সঞ্চালনায় কর্মশালায় শুরুতে মানসিক অসুস্থতার প্রাসঙ্গিক প্রেক্ষাপট ও ধারণা পত্র তুলে ধরেন জেএসইউএস মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক ডা. সুরজিত রায় চৌধুরী ও সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। মুক্ত আলোচনায় মানসিক রোগের হাল অবস্থা সম্পর্কে মতামত তুলে ধরেন এমরান চৌধুরী, সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেসা রূপসা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মেহজারীন বিনতে গাফফার, এইউডিসির ফিন্যান্স সেক্রেটারী জাহান আরা বেগম হেনা, সংশপ্তকের প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরী মিতু, প্রধান শিক্ষক রিংকু ভট্টাচার্য, শিশুসাহিত্যিক রমজান আলী মামুন, এবি সিদ্দিক টিটো, এপেক্স বডি সদস্য ফজলুল আমীন, ডাপার প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন।
বিশেষজ্ঞ ডা. সুরজিত রায় বলেন, মানসিক রোগ নিয়ে ডাক্তারদের কিছুই করার থাকে না। নীতিনির্ধারকসহ সকলের সহযোগিতা দরকার। সমাজে ৫০-৬০% মানসিক রোগ জন্ম হয় বংশগত কারণে। বাকি ৩০% লোকের ১ জন করে মানসিক রোগী। সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের সিডিআরপি কল্লোল কান্তি দাশ, সিএম মো. রুবেল, এপেক্সবডির সভাপতি মো. মোস্তাকিমুর রহমান, সেক্রেটারি শিলা দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি