ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদ

59

স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলার উপর মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর আলকরণ মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সদস্য সচিব কমরেড অপু দাশ গুপ্ত, জেলা নেতা শফিউদ্দিন কবির আবিদ, সত্যজিৎ বিশ্বাস, আসমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি আরিফ মাইনুদ্দিন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মাদুরোর নেতৃত্বে ভেনিজুয়েলা সরকার সম্পদ লুণ্ঠনকারী সাম্রাজ্যবাদীদের কাছে কখনও মাথা নত করতে রাজি নয়। সার্বভৌমত্ব বজায় রেখে দেশের জাতীয় সম্পদ রক্ষার জন্য তারা বদ্ধপরিকর। কিন্তু বর্তমান মার্কিন সাম্রাজ্যবাদ সম্পদ লুণ্ঠনের স্বার্থে এবং ভেনিজুয়েলার উপর তাদের আধিপত্য বিস্তারের জন্যে রাষ্ট্রের ভেতরে পাল্টা শক্তির পৃষ্টপোষকতা করে যাচ্ছে। ভেনিজুয়েলার নির্বাচিত মাদুরো সরকারকে উৎখাতের লক্ষ্যে কট্টর ডানপন্থি হুয়ান গুইদোকে সর্মথন দিয়ে ভেনেজুয়েলায় নিজেদের আজ্ঞাবাহী পুতুল সরকার গঠন করতে চায় সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ আত্মসাত এমন চক্রান্তের অন্যতম লক্ষ্য। গত বছর ২০ মে’র নির্বাচনে নিকোলাস মাদুরো বৈধভাবেই নির্বাচিত হয়েছিলেন। যেখানে ভেনেজুয়েলার সাধারণ জনগণের রায় প্রতিফলিত হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষকবৃন্দও একে স্বচ্ছ ও ন্যায্য হিসেবে অনুমোদন দিয়েছেন। বহুদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদ অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হস্তক্ষেপের হুমকিসহ বিভিন্ন উপায়ে ভেনেজুয়েলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন। এমনকি মাদুরো সরকারের পতন ঘটিয়ে তারা তাদের বশংবদ সরকারের পরিকল্পনা পর্যন্ত করছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সচেতন ব্যক্তিবর্গ এর প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ-তৎপরতা ও সম্পদ লুণ্ঠনের ষড়যন্ত্র-কৌশল বিশ্বব্যাপী উন্মোচিত। ফলে ভেনিজুয়েলার উপর মার্কিনী সাম্রাজ্যবাদী শক্তির এই ঘৃণ্য হস্তক্ষেপ বিশ্বের শান্তিকামী-সচেতন মানুষেরা কোনোভাবেই মেনে নেবে না। খবর বিজ্ঞপ্তির