ভারতে এবার ১৭৩ তীর্থযাত্রীর করোনা শনাক্ত

29

ভারতের পাঞ্জাব রাজ্যে ১৭৩ শিখ তীর্থযাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, তারা সবাই মহারাষ্ট্র হয়ে পাঞ্জাব ফিরেছিলেন। এ ঘটনার ফলে ভাইরাসটির সংক্রামণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। করোনা ঠেকাতে ভারত সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পর মহারাষ্ট্রের ন্যানডিডে গুরুদুয়ারা হাজুর সাহিবে আটকা পড়েছিলেন ওই শিখ তীর্থযাত্রীরা।
গত ২২ এপ্রিল থেকে তারা পাঞ্জাবে ফিরতে শুরু করেন। তবে তাদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ আসে আরও পাঁচদিন পর। পাঞ্জাব থেকে ন্যানডিডের গুরুদুয়ারায় গিয়েছিলেন প্রায় চার হাজার তীর্থযাত্রী। ২৫ মার্চ লকডাউন কার্যকর করা হলে আটকা পড়ে যান তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনের পর সাড়ে তিন হাজার তীর্থযাত্রী পাঞ্জাবে ফিরে আসেন।
তীর্থযাত্রীদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় তখতে হাজুর সাহিব সাচখান্ড গুরুদুয়ারা ও গুরুদুয়ারা লঙ্গর সাহিব শুক্রবার সিলগারা করে দেয়া হয়েছে।