ভারতীয় নৌবাহিনীর প্রথম নারী পাইলট শিবাঙ্গী

31

ভারতের নৌবাহিনীর প্রথম নারী পাইলট হলেন সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গী। সোমবার ভারতের নৌবাহিনীর ইতিহাসে প্রথম নারী পাইলট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এনডিটিভি এখবর জানিয়েছে। ভারতীয় নৌবাহিনীতে সোমবারের আগ পর্যন্ত ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করেছেন নারীরা। যাদের প্রধান কাজ ছিল পর্যবেক্ষণ।
এই প্রথমবার নৌবাহিনীর পাইলট হিসেবে দায়িত্ব নিলেন কোনও নারী। সোমবার কেরালার কোচি থেকে নৌ বাহিনীর সদর দফতরে যোগ দেন শিবাঙ্গী।