বৌদ্ধ মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটি গঠিত

82

বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে সভা গত ২২ নভেম্বর সংগঠনের স্থায়ী কার্যালয় এস এস খালেদ রোডের রানা টাওয়ারে নারীনেত্রী কেমী বড়ুয়া মুক্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সংস্কৃতি কর্মী নেভী রাণী বড়ুয়া, চিনু বড়ুয়া, ঝুমরি বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, পল্লবী বড়ুয়া, সংযুক্তা চৌধুরী বড়ুয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে কেমী বড়ুয়া মুক্তা’কে সভাপতি ও শিক্ষিকা নেভী রাণী বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে (২০১৯-২০২৪) ৫ বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি চিনু রাণী বড়ুয়া, ধরিত্রীময়ী বড়ুয়া, কাকন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ঝুম্পা বড়ুয়া ও ঝুমরি বড়ুয়া, অর্থ সম্পাদক পূর্ণিমা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রিক্তা বড়ুয়া, প্রচার সম্পাদক পল্লবী বড়ুয়া, প্রকাশনা সম্পাদক লাবণ্য বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মৌমিতা বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক উর্মি বড়ুয়া, দপ্তর সম্পাদক সংযুক্তা চৌধুরী বড়ুয়া, আইটি সম্পাদক চম্পা বড়ুয়া, ধর্ম সম্পাদক শুক্লা বড়ুয়া। নির্বাহী কমিটির সদস্যারা হলেন-চম্পাকলি বড়ুয়া, কিন্নরীময়ী বড়ুয়া, প্রকৌশলী অপর্ণা বড়ুয়া, রুপ্তা বড়ুয়া, পাঁপড়ি বড়ুয়া, অদিতি বড়ুয়া, তিন্নী বড়ুয়া, মুনমুন বড়ুয়া, অর্নিতা জিসা বড়ুয়া, রুপনা বড়ুয়া, পুনম বড়ুয়া। বিজ্ঞপ্তি