বিশ্বকাপে সাকিবের হাজার রান

30

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের কীর্তি গড়লেন সাকিব আল হাসান। মাইলফলক থেকে ৩৫ রান দূরে দাঁড়িয়ে গতকাল মাঠে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দৌলত জাদরানের বলে স্কয়ার লেগে একটি রান নিয়ে ঈর্ষণীয় মাইলফলকে পৌঁছালেন তিনি। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন সাকিব। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ রানও এখন তার। সাকিবের বহু অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক।
রোজ বোল স্টেডিয়ামে মাইলফলকের পথে ভিভ রিচার্ডস (১০১৩), সৌরভ গাঙ্গুলী (১০০৬) ও মার্ক ওয়াহকে (১০০৪) পেছনে ফেলেছেন সাকিব। বিশ্বকাপে হাজার রান করা ১৬তম ব্যাটসম্যান তিনি।
বিশ্বকাপে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের। ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ৪৬ ম্যাচে ১ হাজার ৭৪৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা ৩৭ ম্যাচে ১ হাজার ৫৩২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন। ৬৯ বলে খেলা ৫১ রানের ইনিংসে চার মাত্র একটি। বিশ্বকাপে ২৭ ইনিংসে সাকিবের এখন ১ হাজার ১৬ রান। দুটি দুর্দান্ত সেঞ্চুরি ছাড়াও তার নামের পাশে জ্বলজ্বল করছে ৮টি হাফসেঞ্চুরি।