বিরোধীদের প্রত্যাখ্যান ফের নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি

17

টানা দ্বিতীয় মেয়াদে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অল প্রগ্রেসিভ কংগ্রেস পার্টির নেতা মুহাম্মাদু বুহারি। গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বুধবার ফল ঘোষণা করে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে ৭৬ বছর বয়সী বুহারি এক কোটি ৫২ লাখ ভোট পেয়ে প্রয়োজনীয় ৫৬ শতাংশ ভোট নিশ্চিত করেছেন। প্রায় ৪০ লাখ ভোট কম পাওয়া বুহারি শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ নাইজেরিয়া। নিরাপত্তা সমস্যা ও দুর্নীতির সমস্যায় জর্জরিত রয়েছে দারিদ্র্যপীড়িত দেশটি।
গত ২৩ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রাণ হারায় বেশ কয়েকজন। বুধবার ফল ঘোষণা করা হলে তাতে জয় পান বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
নির্বাচনে বুহারির শীর্ষ প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতা আতিকু আবুবকর। বুধবার নাইজেরিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু জানান, আবুবকর এক কোটি ১৩ লাখ বা ৪১ শতাংশ ভোট পেয়েছেন। তবে ঘোষণার পরই সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ধনকুবের আবুবকর নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দেন। ফল ঘোষণার পর বিরোধীদের ওপর নিপীড়ন না চালাতে সমর্থকদের আহব্বান জানিয়েছেন বুহারি। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন যুদ্ধ নয় আর একে জীবন-মরণের বিষয় হিসেবে দেখা উচিত নয়। এরইমধ্যে বুহারিকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়াও কেনিয়া, ঘানা, সেনেগাল এবং নাইজারের নেতারাও বুহারিকে অভিনন্দন জানিয়েছেন।