বিভিন্ন সংগঠনের ইফতারসামগ্রী বিতরণ

55

 

মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন : ওয়েল গ্রুপের দাতব্য ও সেবা মূলক প্রতিষ্ঠান মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন রমজান উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত গরিব অসহায়দের মাঝে ইফতার সামাগ্রী বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় গতকাল সকালে নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ড ও ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের জনসাধারণের মাঝে কর্ণফুলী কমিউনিটি সেন্টারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, নামাজ রোজাসহ সব ইবাদত এমনকি সামাজিক কল্যাণমূলক কাজেরও একমাত্র লক্ষ্য হওয়া উচিত সর্বশক্তিমান আল্লাহকে সন্তুষ্ট করা। সিয়াম সাধনা মানুষকে বিরত রাখে পাপাচার, ব্যভিচার ও অনাচার থেকে। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের আহবাহয়ক নুরুল আমিন কালু, মহসিন মোরশেদ টিপু, মো. বেলাল সত্তার, মুজিবুর রহমান মুজিব, মোহাম্মদ শাহজাহান সাজু প্রমুখ।
প্রভাকর ক্লাব : রোজার দ্বিতীয় দিনে বিবিরহাট প্রভাকর ক্লাবের উদ্যোগে এলাকার গরীব ও দুস্থদের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি মো. ইদ্রিস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় সংগঠনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা মো. মোবারক আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সংগঠনের উপদেষ্ঠা সৈয়দ মো. মোরশেদ হোসেন, থানা যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. রফিক, সংগঠনের সহ-সভাপতি ইফতার সামগ্রী বিতরণ কমিটির আহব্বায়ক সৈয়দ সামশুল ইসলাম, এস.এম সাইফুল্লাহ, মো. জসিম উদ্দিন, এস.এম সিরাজ উদ্দিন, সাখাওয়াত হোসেন রাহুল, ওসমান গণি মিন্টু, মো. রাকিব হোসেন, মো. হারুন, আলী আকবরসহ সংগঠনের কর্মকর্তা নেতৃবৃন্দ প্রমুখ।
তারুণ্যের স্বপ্ন : বোয়ালখালীতে তারুণ্যের স্বপ্ন’র উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিতদের মাঝে গত ১০ মে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের আহবায়ক এম. তাজুল ইসলাম মানিক এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোরশেদ খানের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইকবাল বাপ্পা, মো. পারভেজ, মো. খোরশেদ, সদস্য আরিফুল ইসলাম সিবলু, মো. মামুন, মো. আজাদ হোসেন মুহিত, মো.আনিছ, এনামুল হক, মো. সিয়াম আহমেদ রায়হান, মো. জিয়াউল ফারুক রবিন, মো. ইছমাইল, মো. নয়ন প্রমুখ।
উত্তর পাঠানটুলী ওয়ার্ড : পাঠানটুলীতে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু বলেছেন, শেখ হাসিনার সরকার রমজানে দ্রবমূল্যের দাম স্থিতিশীল রেখেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গত বৃহস্পতিবার পাঠানটুলী ওয়ার্ডে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা রাকিব হায়দারের ব্যবস্থাপনায় রমজানে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। নগর আওয়ামী লীগের সদস্য দোস্ত মোহাম্মদ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, উত্তর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক আনোয়ার মাস্টার, বংশাল পাড়ার সর্দার আলী হোসেন, কর্ণফুলী গলির সদস্য মো. কামাল খান, ওয়ার্ড যুবলীগ নেতা ওয়ালিদুল আজিম সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল্লাহ আল জোবায়ের হিমু, নগর ছাত্রলীগের সদস্য সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ নেতা সেলিম, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ।
আহলে সুন্নাত সমন্বয় কমিটি : আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটি চন্দনাইশ দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া শাখার ব্যবস্থাপনায় গত বুধবার বিকেলে জিহস ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাহে রমজানুল মোবারক উপলক্ষে এলাকার ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটি চন্দনাইশ দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নুর হোসাইন আলকাদেরী, মুহাম্মদ সোহাইল উদ্দীন আনসারী, মুহাম্মদ সোলাইমান আজমেরী, মাওলানা আবদুস সবুর, মুহাম্মদ বাহাদুর মিয়া, মহসিন আহমদ কাদেরী, মুহাম্মদ খুরশেদ আলম, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ ফখরুদ্দীন, মুহাম্মদ রিয়াজ উদ্দিন, তারেক হোসাইন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি