বিজয় দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

91

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উদযাপন করলো মহান বিজয় দিবস। দিনের শুরুতে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাতে প্রদান করা হয় জাতীয় সংগীত সম্বলিত কাগজ। চমেবির উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, বহু কষ্টে অর্জিত এই পতাকা ও দেশ, প্রিয় জাতীয় সংগীত। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই জাতীয় সংগীত মুখস্থ পারিনা। আজ থেকে আমরা তাই সকলে শপথ নিলাম আমরা আমাদের জাতীয় সংগীত হৃদয়ে ধারণ করবো। এরপর বিজয় র‌্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চমেবির উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। প্রধান আলোচক ছিলেন বিআইটিডির পরিচালক ডা. এম এ হাছান চৌধুরী। সভাপতিত্ব করেন চমেবির পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন। আরো বক্তব্য দেন বিআইটিডির উপ-পরিচালক হোসেন রশিদ, সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ, চমেবির সহকারী কলেজ পরিদর্শক ডা.আইরিন সুলতানা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এ বি এম মাসুদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মিছবাহ ইবনে হাকিম। সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন চমেবির সহকারী রেজিস্ট্রার এ এম শাহাদাত হোছাইন।
উত্তর জেলা বিএনপি
গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহেরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এম এ হালিম বলেন, বিজয়ের ৪৮ বছর পার করলেও প্রকৃত বিজয় দেশের মানুষ উদ্যাপন করতে পারে নাই। সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করে রেখেছে বর্তমান সরকার। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, ইসহাক কাদের চৌধুরী, ছালাউদ্দীন, নুরুল আমীন, নুর মোহাম্মদ, সেকান্দর চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, কাজী সালাউদ্দীন, জয়নাল আবেদীন দুলাল, জাকের হোসেন, সালাউদ্দীন চেয়ারম্যান, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, শফিউল আলম চৌধুরী, সিদ্দিকী আহমেদ, বদিউল আলম বদরুল, এস এম ফারুক, মোছলেম উদ্দীন, কাজী মোহাম্মদ মহিউদ্দীন, শওকত আকবর সোহাগ, হারুনর রশিদ হান্নান, এড. আবু সায়েদ, এড. মাসুদ, মো. নাছির উদ্দীন, সৈয়দ ইকবাল, মির্জা রাশেদ আলী, মো. ইলিয়াস, লিয়াকত আলী, আনিছ আক্তার টিটু প্রমুখ।
বিজয়কেতন বিদ্যানিকেতন
১৬ ডিসেম্বর বিজয় দিবসে সামাজিক সংগঠন বিজয়কেতন পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল বিজয়কেতন বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. মোরশেদ আলম। আলোচনা সভা বিজয়কেতন বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি ফরিদা আক্তার এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইসলাম মিশন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি মহানগর সভাপতি আনোয়ারা আলম, সামাজিক সংগঠন বন্ধন এর সাবেক সভাপতি মাহমুদ রেজা সুজা, সিনিয়র সহসভাপতি সরোয়ার মোস্তফা সেলিম, সহসভাপতি নেজামউদ্দৌলা, নেভী এংকর স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষিকা নারমিন সাঈদ। উপস্থিত ছিলেন বিজয়কেতন এর সহ-সভাপতি নুরজাহান আক্তার, বিজয়কেতনের সদস্য ফাহমিনা আক্তার নিঝুম, তানিয়া আক্তার, আনিকা তাসনিম, মোকছেদা আক্তার, মেঘলা প্রমুখ। আলোচনা পরবর্তী চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মুজিব সেনা পাহাড়তলী শাখা
আমরা ক’জন মুজিব সেনা পাহাড়তলী থানা শাখার পক্ষ হতে বিজয় দিবসে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তানভীন তারেক, পাহাড়তলী থানা শাখার উপদেষ্টা মো. হোসাইন মনির টিটু ও ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা জাবেদুল হক। উপস্থিত ছিলেন আমরা ক’জন মুজিব সেনা পাহাড়তলী থানা শাখার সভাপতি রাহেদ আলম রাহাত, সহ-সভাপতি খোকন আলম, সাধারণ সম্পাদক শহীদুল আলম আরফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ জুমান, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ, বিজয়, অর্থ-সম্পাদক মো. রিফাত, দপ্তর সম্পাদক মো. রিয়াদ, আরিফ, প্রচার সম্পাদক মো. বাপ্পি, বিপু, সহ-সম্পাদক ফাহিম, অপু, পামেল, সদস্য মিরাজ, আমিনুল প্রমুখ।
পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়
১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিনের শুরুতে একাত্তরের শহীদদের স্মরণে পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব খাঁনের সভাপতিত্বে স্কুল অডিটরিয়ামে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. আবুল কাশেম, মো. ছালে আহম্মদ, মিসেস রওশন আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু হরিপ্রসাদ দত্ত, সিনিয়র সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, মো. শাহজাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন। বিজ্ঞপ্তি