বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে শোক দিবসে ভার্চ্যুয়াল সভা

11

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে ভার্চ্যুয়াল আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিঞা, ইংরেজী বিভাগের প্রফেসর শাশ্বতী দাশ, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মো. সরওয়ার উদ্দিন, এমবিএ কো-অর্ডিনেটর মো. কামাল উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের শিক্ষার্থী ফারদিন ফুয়াদ সুজন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে ঘাতকচক্র বাঙ্গালির অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছিলো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা আজ বিশ্বে রোল মডেল। তাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুখী, সমৃদ্ধশালী, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য সকলকে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি