বাম নেতাদের চাক্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

71

বাম গণতান্ত্রিক জোট ও গণমুক্তি ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চাক্তাই ভেড়ামার্কেট কলোনী পরিদর্শন করেন। নেতৃবৃন্দ অগ্নিকান্ডে নিহতদের পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড নাসিরুদ্দিন আহমেদ নাসু,বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য মানস নন্দী,বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সম্পাদক অশোক সাহা,গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাজা মিঞা,বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব অপু দাশ গুপ্ত,গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি,বাসদ জেলা সমন্বয়ক মহিন উদ্দিন,শফিউদ্দিন কবির আবিদ,মীর্জা আবুল বশর,ফিরোজ মিঞা,মো.ফরহাদ,মে.শুক্কুর প্রমুখ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নেতৃবৃন্দ অবিলম্বে অগ্নিকান্ডের প্রকৃত কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি উদ্যোগে লঙ্গরখানা চালু, নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান এবং ক্ষতিগস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জোর দাবি জানান। খবর বিজ্ঞপ্তির