বাবা-মায়ের পাশে শায়িত হলেন এমপি বাদল

103

চতুর্থ দফা নামাজে জানাজা শেষে গতকাল শনিবার বোয়ালখালীর সারোয়াতলীস্থ পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, কালুরঘাট সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান উদ্যোক্তা ও বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন খান বাদল। গত বৃহস্পতিবার ভোরে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়না হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। গত শুক্রবার রাতে মরদেহ ঢাকায় এসে পৌঁছে। সেখানে গতকাল শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সড়কপথে সাংসদ বাদলের মরদেহ চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় জামে মসজিদ প্রাঙ্গনে নিয়ে আসা হয়। এসময় প্রিয় এ নেতাকে একনজর দেখতে ভিড় জমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও তার ভক্ত শুভানুধ্যায়ীরা।
জমিয়তুল ফালাহ্ জাতীয় জামে মসজিদে গতকাল বাদে মাগরিব দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। জানাজায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চেীধুরী এমপি, রেলপথ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি, আবু রেজা মো. নেজামুদ্দীন নদভী এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহম্মেদ খান, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও বিএমএ’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, চসিকের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ জাসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, মরহুমের পরিবারের সদস্যগণ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে মন্ত্রী, এমপি, প্রশাসন, সিটি করপোরেশন, দলীয় সংগঠন ও বীর মুক্তিযোদ্ধারা সর্বস্তরের মানুষ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আমাদের বোয়ালখালী প্রতিনিধি জানান, বাদ মাগরিব চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে সাংসদের মরদেহ সন্ধ্যা ৭টায় বোয়ালখালীতে পৌঁছে। এসময় উপজেলা স্মৃতি সৌধ চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরোজুল হক টুটুলের নেতৃত্বে জেলা পুলিশের একটি সু-সজ্জিত চৌকষদল রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বাদ এশা ৩য় বারের মতো নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন, সাবেক সিডিএ চেয়ারম্যান কোষাধ্যক্ষ আবদুচ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম, পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, পূজা পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস প্রমুখ।
উপজেলা চত্বরে রাখা সাংসদ বাদলকে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর রাত ৯টায় সারোয়াতলীর ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাংসদ বাদলের দাফন সম্পন্ন হয়।
শোক প্রকাশ : সাংসদ মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারি কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত) ও সংসদের অন্য কর্মকর্তাগণ এবং মহানগরীর সকল থানা কমান্ডার-ডেপুটি কমান্ডারবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মু. আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক।