বান্দরবান জেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

72

কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ স্লোগানকে সামনে রেখে কৃষক লীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বান্দরবান কেন্দ্র্রীয় ঈদগাহ ময়দায়ে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ র্কমসূচি উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমির চন্দ। বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল আঞ্চলিক সঞ্চয়কারী রেজাউল করিম রেজা।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ কৃষক লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জেলা কৃষকলীগের সভাপতি ও সাধরণ সম্পাদক জানান,প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ এর অংশ হিসেবে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশক্রমে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন ক্যশৈহ্লা এর সহযোগিতায় বাংলাদেশ কৃষকলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে আমাদের কৃষকলীগের নেতা-কর্মীদের মাধ্যমে ১৭ হাজার বিভিন্ন ফলজ-বনজ ঔষুধী, গাছের চারা বিতরণ ও রোপণ করার কর্মসূচির বাস্তাবায়ন করা হবে। আমরা একজনে কমপক্ষে ৩টি করে বৃক্ষরোপণ নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।