বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

65

বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাঙামাটি প্রতিবন্ধী স্কুল থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রতিবন্ধী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আলোচনা সভায় সমাজসেবার সহকারি পরিচালক রুপনা চাকমার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন প্রতিবন্ধী স্কুলের ভাইস প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুর রশিদ, বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম. কামাল উদ্দিন ও প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. নূরুল আবছার। এ সময় প্রধান অতিথি বলেন, বাংলা ভাষা ইশারায় বুঝানোর জন্য সারা দেশব্যাপী সরকার প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বাংলা ভাষা ইশারায় বুঝার জন্য সরকারি ভাবে আরো জোরদার করা হলে প্রতিবন্ধী স্কুলগুলো সহায়ক ভূমিকা পালন করতে পারবে। রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা রয়েছে যা লাগব করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রতিবন্ধী আবদুল রাজ্জাককে একটি হুইল চেয়ার ও একজোড়া প্রদিবন্ধী ক্রেস প্রদান করেন। র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তর ।