বাংলাভাষার বিকৃতি রোধে মানববন্ধন

59

গতকাল ১৩ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হালিশহর ও ডবলমুরিং থানা সংসদ মানববন্ধন করেছে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে ছাত্র ইউনিয়নের থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক শাহরিয়ার রাফি। হালিশহর থানা ছাত্র ইউনিয়নের সদস্য নিশান রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ, বন্দর থানার সভাপতি শোভন দাশ, হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক রনি কান্তি দেব। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য সীতাকুন্ড যুব ফোরামের সভাপতি মোহাম্মদ ইউনুস। বক্তারা বলেন, বর্তমান সময়ে সারা দেশের প্রায় সকল প্রতিষ্ঠানেই ব্যবহৃত হচ্ছে ইংরেজি ভাষা। অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজও চলছে ইংরেজিতে। এর মাধ্যমে উপেক্ষিত হচ্ছে বাংলা ভাষা।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার বিকৃতিও হচ্ছে। বক্তারা অবিলম্বে সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত ও ভাষার বিকৃতি রোধের দাবি জানান। বিজ্ঞপ্তি