বনিক পাড়া থেকে ওয়াইহ্লা কার্বারী পাড়া সড়কটির বেহাল দশা

76

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বনিক পাড়া হতে ওয়াইহ্লা কার্বারী পাড়া চলাচলের রাস্তাটি সাম্প্রতিক ভারী বর্ষণে বিভিন্ন অংশে ধসে যায়।ফলে এই সড়কটি দিয়ে রিক্সা ও টমটমের মতো ছোট যানবাহনও চলাচল করতে পারছে না। প্রায় ৩শ মিটারের সড়কটি সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে। শৈলকুঠি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আল ফয়সাল বিকাশ জানান, পর্যটন সমৃদ্ধ আলীকদম উপজেলায় শৈলকুঠি রিসোর্ট একটি ব্র্যান্ড। এই উপজেলার পর্যটন শিল্পের বিকাশে শৈলকুঠি রিসোর্ট গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শৈলকুঠি রিসোর্ট প্রতিষ্ঠার ফলে আলীকদম উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। তিনি আরো জানান, বনিক পাড়া হতে ওয়াইহ্লা কার্বারী পাড়া পর্যন্ত ১০ফুট প্রশস্ত রাস্তাটি রিসোর্টের প্রধান রাস্তা। সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে রাস্তাটির বিভিন্ন অংশ ধসে যাওয়ার কারণে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে একদিকে ওয়াইহ্লা কারবারী পাড়ায় শতাধিক পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে শৈলকুঠি রিসোর্টের ব্যবসায়িক ক্ষতি সাধন হচ্ছে। সরকারিভাবে জরুরি ভিত্তিত্বে রাস্তাটির সংস্কার করা না হলে চলতি বর্ষায় কালভাটসহ পুরো রাস্তাটি ধসে যাওয়ার আশংকা রয়েছে। এদিকে ওয়াইহ্লা কারবারী পাড়ার নুসাইমং মারমা বলেন, এই রাস্তাটি তাদের চলাচলের একমাত্র মাধ্যম। রাস্তাটির কয়েকটি জায়গা ভেঙ্গে গেছে তাই টমটম ও রিক্সা চলাচল করতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তিনি ঝুকিপূর্ণ এই রাস্তাটি জরুরি ভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। বনিক পাড়ার রনি দাশ জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে বনিক পাড়া যাতায়াতের এই সড়কটি এখন ঝুকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে। আলীকদমের অধিকাংশ সড়ক কার্পেটিং হয়ে গেলেও এই সড়কটি কেউ কার্পেটিং করার উদ্যোগ নেয়নি। বিশেষ বরাদ্দের মাধ্যমে সড়কটি দ্রæত সংস্কারসহ কার্পেটিং এর ব্যবস্থা করার দাবি জানান।