বনলতার জবানবন্দি

36

প্রভু আজ সন্ন্যাস
রাসরস তস্কর খেয়ে যায়
পাকা ধান অজ্ঞাত হলুদ পাখি
ক্ষেতের ক্ষতি করে জীবনানন্দ নিরুদ্দেশ।
নীল জীবনানন্দ
ভ‚তুড়ে আঁধার ধরেছে ছেপে
গলে পরে মাহুতের জোড়া চোখ
বুকের তেরছা নদী মাতমে রক্ত অসুখ।

মহাদেব শুনে, মন দিয়ে শুনে
আধেক বিচলিত আধেক ধ্যানে
তারপর… তারপর ঠিক কি ঘটেছিলো বনলতা!
বলো… নির্ভয়ে বলো- তোমার কোন ভয় নেই।

মুদ্রারাক্ষস

জলের জঙ্গলে ভেসে উঠে বিরল আধুলি
ঝিনুক জঠরে নির্জীব পড়ে থাকে শুদ্ধাচার
মধ্যবিত্ত বদলে যায় চন্দ্রবিন্দু বড়শিতে
খলখল হেসে উঠে বাঁকা মেরুদÐ।
প্রেমিকার গালে চোট
প্রেমিক ভাবেনি বাইটের পরিণাম
জ্যাম চোখ মেলে তাকিয়ে থাকে
তাকিয়ে থাকে ওসি তদন্ত ও ট্রাফিক পুলিশ
ফের ফুলে ওঠে জঙ্গলজল কুকুরের ঘেউ ঘেউ ।
জীবনের ট্রাফিক আমি মানিনা
হলে হোক ছাইপাশ
মুদ্রারাক্ষস হয়ে ভেসে যাক, যা ভাসার
আমি বলছি আমি বলবো
আমি লিখছি আমি লিখবো ।