‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সশস্ত্র মুক্তিযুদ্ধের অপারেশন অর্ডার’

18

সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৭ মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস পালনোপলক্ষে আলোচনা সভা ৬ মার্চ বিকেলে নগরের দোস্ত বিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু। প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেন মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, জেলা ও মহানগর সম্পাদকমÐলীর সদস্য আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার খুশী, হাজী সেলিম রহমান, কামাল উদ্দিন, পংকজ রায়, ডা. ফজলুল হক সিদ্দিকী, শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী, নবী হোসেন সালাউদ্দিন, শীলা চৌধুরী, শহিদুল আলম লিটন, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, সেলিম হোসেন, শাহরিয়ার মুনতাসীর মাহী, জসীম উদ্দিন, রিমান চৌধুরী আরমান, খোরশেদ আলম, প্রান্ত রায়, সোলায়মান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ এর ৭ মার্চের বঙ্গবন্ধুর অনবদ্য ভাষণটি ছিল প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ঘোষণা এবং একই সাথে সশস্ত্র মুক্তিযুদ্ধের অপারেশন অর্ডার। একজন রাজনৈতিক নেতা হয়েও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার হিসেবে একটি চমৎকার যুদ্ধ পরিকল্পনা দিয়েছিলেন ভাষণে। বিজ্ঞপ্তি